ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অ্যানিমাংগা কার্নিভ্যাল ১.০’

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত মিরপুর কালচারাল কনভেনশন হলে ২১ ও ২২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাপানিজ পপ সংস্কৃতি এবং অ্যানিমে ও মাংগা উৎসাহীদের মিলনমেলা ‘অ্যানিমাংগা কার্নিভ্যাল ১.০’।

অ্যানিমে পণ্যবিক্রেতা কিউরিও দ্য কিউরিয়াস শপ এবং ওয়ানস্টপ মার্চেন্ডাইজের পরিচালনায় ও অক্টরের ব্যবস্থাপনায় সংগঠিত এই উৎসবে চার হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করবেন। সংগঠক ও অংশগ্রহণকারীদের প্রবল উৎসাহ-উদ্দীপনায় সাড়া দিয়ে এই ইভেন্টের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস।

এ ছাড়া আধুনিক বাংলাদেশি কার্টুন ম্যাগাজিনের পথিকৃৎ ‘উন্মাদ’, বাংলাদেশের প্রথম মাংগা প্রকাশনী ‘সোর্স’, হালের জনপ্রিয় কমিকস প্রকাশনী ‘কমিকস ঘর’ যুক্ত হয়েছে এই আয়োজনের সঙ্গে।

এই উৎসবে কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের প্রথম অ্যানিমে কমিউনিটি ‘মেইজসিটি’, চট্টগ্রামের প্রথম ও সর্ববৃহৎ অ্যানিমে কমিউনিটি ‘চিটাগাং অ্যানিমেভক্ত’ এবং কালচারাল ক্ল‌্যাসিসিস্ট।

আন্তর্জাতিক যেকোনো কমিক কনভেনশনের মতোই এখানেও থাকবে বিভিন্ন ধরনের অ‌্যাকটিভিটি—ব্যাটেল অব কসপ্লেয়ার্স, গেমিং জোন, কমিক ক্ল্যাশ, দ্য ক্যানভাস ক্ল্যাশ, অ্যানিমেটেড মিউজিক ভিডিও শোডাউন, মিম ম্যাডনেস, ফ্যানফিকশন ফ্রেঞ্জি, অ্যানিমে কুইজ, অ্যানিমে ড্যান্স-অফ (ড্যান্স ব্যাটল), মার্চেন্ডাইজ মার্কেটপ্লেস, ফুড ফিয়েস্তা, লাইভ মিউজিক, কমিক কর্নার, বেইব্লেড ব্যাটল, প্যানেল ডিসকাশনসহ আরও অনেক কিছু। এ ছাড়া থাকবেন আহসান হাবীব, অন্তিক মাহমুদের মতো বিশেষ অতিথিরা!

এই আয়োজনে প্রথম আলো অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে। অ্যানিমাংগা কার্নিভ্যাল ১.০-সম্পর্কিত সব তথ্য জানা যাবে এই লিংকেhttps://www.facebook.com/events/187276730779857