ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ৯ জনসহ অসুস্থ ১৭

নিউ সুপার মার্কেটে ধোঁয়ার কুণ্ডলী
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ১৭ জন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের ৯ সদস্য। আর ফায়ার সার্ভিসকে সহায়তা করতে গিয়ে বাকিরা অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ঢাকা নিউ সুপার মার্কেটের আগুনে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়েছে। ধোঁয়া কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ছে। আগুন ওই ভবনের তৃতীয় তলার পুরো অংশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন
আরও পড়ুন