ঢাকায় চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে: সাঈদ খোকন

ওয়ারীতে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। ঢাকা, ১৩ মেছবি: প্রথম আলো

রাজধানীতে সিটি টোলের নামে ‘চাঁদাবাজির’ কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, সড়কে চলাচল করা সাধারণ মানুষকে লাঠি দেখিয়ে জিম্মি করে চাঁদা তোলা হচ্ছে।

আজ সোমবার পুরান ঢাকার ওয়ারীতে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সাঈদ খোকন। ৮০০ দরিদ্র ও অসচ্ছল পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব সামগ্রী বরাদ্দ দিয়েছে।

অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ‘ঢাকা শহরে মুরগি-সবজি ট্রাক থেকে নামাইলে টাকা দিতে হয়, উঠাইলে টাকা দিতে হয়। বিক্রি করলে টাকা দিতে হয়, বাড়িতে নিয়ে গেলেও টাকা দিতে হয়। সবখানে টাকা দিতে হয়। সিটি টোলের নামে কাঁচাবাজারে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম। এসব কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন এবং সুনাম ধুলায় মিশিয়ে দিচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, পুরান ঢাকার সড়কের মোড়ে মোড়ে সিটি টোলের নামে চাঁদাবাজি চলছে। হাতে লাঠি আর মুখে বাঁশি বাজিয়ে রিকশা, ভ্যান, ট্রাক ও বাস থামিয়ে টাকা নিচ্ছে। এই চাঁদাবাজিতে জনগণ আতঙ্কিত।

এই ধরনের চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান সাঈদ খোকন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।