যুক্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়ে বিতর্কে মেতেছে নবীনেরা

বিতর্ক উৎসবে দুই দলের যুক্তির লড়াই। লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ১৪ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

যুক্তির আলোয় সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আগামী দিনের নাগরিকেরা মেতে উঠেছে বাগ্‌যুদ্ধে। আজ বৃহস্পতিবার শরতের রোদেলা সকালে রাজধানীর লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে শুরু হয়েছে ‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩’। রাজধানীর ধানমন্ডি এলাকার বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।

মোট চারটি পর্বে প্রতিযোগিতা হচ্ছে। প্রথম পর্ব শুরু হয়েছে সকাল ১০টায়। ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। প্রথম পর্বের বিজয়ী দলগুলো অংশ নেবে দ্বিতীয় পর্বে। এই পর্বের বিজয়ীরা তৃতীয় পর্বে অংশ নেবে এবং এই পর্বের বিজয়ীরা অংশ নেবে চতুর্থ ও শেষ পর্বে। এখান থেকে একটি দল সেরা হিসেবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। দলীয় বিতর্কের পাশাপাশি এককভাবে থাকছে ‘বারোয়ারি বিতর্ক’। আর ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে কুইজ প্রতিযোগিতা। এতেও চূড়ান্ত পর্যায়ের বিজয়ীরা অংশ নেবে জাতীয় প্রতিযোগিতায়।

অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুল, কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ফিরোজা বাশার আইডিয়াল কলেজ, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়, রায়েরবাজার উচ্চবিদ্যালয়, লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয়, কাকলী হাইস্কুল অ্যান্ড কলেজ এবং ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়।

প্রথম পর্বে বিতর্কের বিষয় ছিল ‘মাদক মুক্ত রাখার ক্ষেত্রে পরিবার নয়, শিক্ষকের ভূমিকাই প্রধান’; দ্বিতীয় পর্বের বিষয় ‘তথ্যপ্রযুক্তির অধিক ব্যবহার পাঠাভ্যাস নষ্ট করছে’; তৃতীয় পর্বের বিষয় ‘এই সময় মেধাবী মানুষের চেয়ে মানবিক মানুষই বেশি দরকার’ এবং চতুর্থ পর্বের বিষয় ‘পরিবেশ রক্ষায় ব্যক্তির ভূমিকাই প্রধান।’

সনাতনী বিতর্কে প্রশ্নোত্তর পর্ব। লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ১৪ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

সকালে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবের এই প্রতিযোগিতার উদ্বোধন করে লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। তিনি স্কুলশিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, সারা দেশে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের যে ধারা চলছে, তাতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করবে। পাশাপাশি বিতর্কচর্চার মাধ্যমে তারা পরমতসহিষ্ণুতার শিক্ষা লাভ করবে এবং ভবিষ্যতে যুক্তিপূর্ণ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। ‘যুক্তিতে মুক্তি’—এই ভাবনা তাদের একজন ভালো নাগরিক হয়ে উঠতেও অনুপ্রাণিত করবে।

পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা। লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে
ছবি: তানভীর আহাম্মেদ

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রোজিনা আক্তার।

বিতর্কের কৌশল ও বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক সাইদুজ্জামান রওশন। বিতর্ক উৎসবের সহযোগিতায় রয়েছে প্রথম আলো বন্ধুসভা, প্রচার সহযোগী নাগরিক টেলিভিশন।

প্রতিযোগিতায় পাল্টাপাল্টি যুক্তিতে মেতে উঠেছে তরুণ বিতার্কিকেরা। বিকেল চারটায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষে হবে পুরস্কার বিতরণী।

উল্লেখ্য, এবার দেশব্যাপী পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৭ মে ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক স্কুল ও কলেজ থেকে। এবার সারা দেশের ৩৫টি জেলায় এবং রাজধানী ঢাকায় ৫টি এলাকায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জেলার শ্রেষ্ঠ দল ও ঢাকার পাঁচটি সেরা দল—মোট ৪০টি দল নিয়ে হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।  

কাল রামপুরা এলাকার প্রতিযোগিতা

কাল শুক্রবার রামপুরা অঞ্চলের স্কুলগুলো নিয়ে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের প্রতিযোগিতা হবে আফতাবনগরের ঢাকা ইম্পেরিয়াল কলেজে।