এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও এ-সংক্রান্ত সেবা নির্বাচন কমিশনের (ইসি) হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নিতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ জাতীয় সংসদে পাস হয়। এখন প্রশ্ন ওঠে, কবে নাগাদ এ কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হবে?

এ বিষয়ে আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, এটি সময় লাগবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাত্র বিলটি পাস হলো। আইনানুযায়ী সেসব কর্মকাণ্ড করতে একটু সময় লাগবে। যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত পুরোনো ব্যবস্থাই চালু থাকবে। পুরোনা ব্যবস্থাতেই এনআইডি নতুন করে করা বা সংশোধন—সবই এখন যাঁরা করছেন, তাঁরাই করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন পুরোদমে এ দায়িত্ব নেবে, তখন ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

এ বছরই এটি সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটি এখনই বলতে পারবেন না। তাঁরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন।

পূজামণ্ডপ বেড়েছে

শারদীয় দুর্গোৎসবে এ বছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। গত বছর সারা দেশে পুজামণ্ডপ ছিল ৩২ হাজার ১৬৮টি। এ বছর এ পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে, তাতে এবার পূজামণ্ডপ হবে ৩২ হাজার ৪০৭টি।

আজকের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব তথ্য জানান। এ সময় পূজা উপলক্ষে নিরাপত্তাবিষয়ক বিভিন্ন প্রস্তুতির কথা জানান তিনি।