বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা আজকের অভিযান পরিচালনা করেন। নিগার সুলতানা প্রথম আলোকে বলেন, আজ সকালে মিরপুর-১ এর পাখির বাজারে টহল অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে একটি ময়না, ৩২টি টিয়া পাখি, ৯টি ঘুঘু, ১টি চিল, ১৭টি শালিকসহ ৬০টি দেশি পাখি উদ্ধার করা হয়।
পাখিগুলো পরে বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়। শুধু ময়নাটি রেখে দেওয়া হয়েছে বলে জানান নিগার সুলতানা। তিনি বলেন, এটি আকারে খুব ছোট। ময়নাকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাঠানো হবে।
আজকের অভিযানের সময় বাজার এলাকায় বন্য প্রাণী ক্রয়-বিক্রয় ও বন্য প্রাণী অপরাধ দমনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার করা হয়।