বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, প্রতিবাদে অবরোধ, যানজট
রাজধানী ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক।
প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আজ সোমবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।
নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন গাড়ি কীভাবে তাঁদের চাপা দিয়েছে, তা এখনো জানা যায়নি।
সকাল সাড়ে আটটার দিকে বনানী, মহাখালী ও গুলশানে যান চলাচল প্রায় বন্ধ ছিল। মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও এ সময় তীব্র যানজট হয়।
সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়েতে যানজট কিছুটা কমে আসে। তবে এরপর আবার বনানীর চেয়ারম্যানবাড়িতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে পোশাকশ্রমিকেরা সেখানে গাড়ি চলতে দিচ্ছে না।
বেসরকারি চাকরিজীবী গোলাম ওয়াদুদ বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাসে কারওয়ান বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। সকাল পৌনে আটটার দিকে বনানীতে যানজটে আটকা পড়েন । বাস না চলায় নেমে একঘণ্টার বেশি সময় হেঁটে তিনি কর্মস্থলে পৌঁছেছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার প্রথম আলোকে বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।