নিকুঞ্জ, বসুন্ধরাসহ কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না কাল
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে আছে নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এবং জোয়ারসাহারা। এ ছাড়া আশপাশের এলাকায় একই সময় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে এতে বলা হয়, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। পুরোনো পাইপলাইন অপসারণ করে বিভিন্ন এলাকায় নতুন লাইন বসাতে নিয়মিত কাজ করছে তিতাস।