আদালত
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহতের মামলায় ক্রেনচালক আল আমিন ও সেফটি ইঞ্জিনিয়ার রাকিব হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক লিয়াকত আলী। তিনি বলেন, এর আগে এই মামলায় জামিন পেয়েছেন আরও ছয়জন। তাঁরা হলেন ইফতেখার হোসেন, আজহারুল ইসলাম, তোফাজ্জল হোসেন, রুহুল আমিন মৃধা, জুলফিকার আলী শাহ ও মঞ্জুরুল ইসলাম।

১৫ আগস্ট বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরে প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে চলন্ত প্রাইভেট কারের ওপর বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও দুজন গুরুতর আহত হন। সেখানে নির্মাণকাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেজুবা গ্রুপ কোম্পানি (সিজিজিসি)। ঘটনার প্রাথমিক তদন্তে এ প্রতিষ্ঠানের গাফিলতির কথা উঠে এসেছে।

এ ঘটনার পর ১৭ আগস্ট ক্রেনচালক আল আমিন, তাঁর সহকারী, নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ১০ জনকে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আল আমিনসহ আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

আরও পড়ুন

উত্তরায় প্রাইভেট কারে গার্ডার পড়ে প্রাণ গেল পাঁচজনের

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আল আমিন, সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ ও রাকিব হোসেনকে চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। বাকি সাত আসামির প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

প্রকল্প-সংক্রান্ত নথি অনুসারে বিআরটি প্রকল্পে উড়ালপথ ও সড়ক নির্মাণ করছে তিনটি চীনা কোম্পানি—চায়না গেজুবা গ্রুপ কোম্পানি (সিজিজিসি), জিয়াংশু প্রভিনশিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ওয়েহেই ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেটিভ।

আরও পড়ুন

গার্ডার তোলার ক্রেন চালাচ্ছিলেন হেলপার