জাহাঙ্গীরনগরে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে জড়িত ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ। ঢাকা, ০৭ ফেব্রুয়ারিছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তারা অপরাধীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে।

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কর্তৃক ধর্ষণ এবং সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যাহতভাবে ছাত্রলীগের কর্তৃত্ববাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ এই বিক্ষোভ করে ছাত্রসংগঠনটি।

আজ বুধবার বেলা আড়াইটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস–সংলগ্ন চানখাঁরপুল মোড় থেকে মিছিল বের করে ছাত্রদল। বকশীবাজার মোড় অতিক্রম করে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. ফজলে রাব্বি হলের সামনে গেলে মিছিলটি পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ কর্মসূচির নেতৃত্ব দেন। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি হাসানুর রহমান, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র রায়, মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম, রাজু আহমেদ, নূরে আলম ভূঁইয়া প্রমুখ এতে অংশ নেন।

অবিলম্বে জাহাঙ্গীরনগরে ধর্ষণে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে ছাত্রলীগকে নিষিদ্ধের মাধ্যমে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি এ বি এম ইজাজুল কবির।

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারি ও টেন্ডারবাজির সংগঠনে পরিণত হয়েছে।’

গত শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থী। অভিযুক্ত ছয়জনের মধ্যে চারজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা।

আরও পড়ুন