বিএনপির হাবিব উন নবী সোহেল কারাগারে
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) আজ রোববার এ আদেশ দেন।
হাবিব উন নবী খানের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পৃথক দুটি মামলায় হাবিব উন নবীর সাজা হয়। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করেছেন।
গত বছরের ২০ নভেম্বর নিউমার্কেট থানায় করা মামলায় হাবিব উন নবী খানসহ ১৪ জনের ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। পল্টন থানার আরেকটি মামলায় গত বছরের ২০ নভেম্বর হাবিব উন নবী খানের দুই বছরের কারাদণ্ড দেন আদালত।