চুরি করার চেষ্টা, তাড়া খেয়ে ৯৯৯-এ ফোন দিলেন তিনি

মোবাইল ফোন
ফাইল ছবি

রাজধানীর কদমতলী এলাকার এক দোকান থেকে সোমবার ভোর চারটার দিকে মালামাল চুরির চেষ্টা করেন মো. হৃদয় নামের এক ব্যক্তি। তবে একজন বিষয়টি টের পেয়ে যায়। তাঁর চিৎকারে তাৎক্ষণিকভাবে লোকজন জড়ো হয়ে হৃদয়কে ধাওয়া করেন।

আসন্ন বিপদ টের পেয়ে লোকজনের হাতে মার খাওয়া থেকে বাঁচতে হৃদয় তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। হৃদয় ফোনে জরুরি সেবা নম্বরে জানান, তিনি দোকানে চুরি করতে ঢুকেছিলেন। লোকজন টের পেয়ে তাঁকে তাড়া করেছে।

হয়তো পিটিয়ে মেরে ফেলবে। তাড়াতাড়ি পুলিশ পাঠিয়ে তাঁকে যেন গ্রেপ্তার করা হয়।
এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে কদমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে উদ্ধার করেন। এর আগেই স্থানীয় লোকজন হৃদয়কে বেধড়ক পেটানো শুরু করে।

জাতীয় জরুরি সেবার গণমাধ্যম বিভাগের কর্মকর্তা পরিদর্শক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘এই ব্যক্তি আমাদের ফোন দিয়ে স্বীকার করেন, তিনি চুরির চেষ্টা করেছিলেন। মারধরের ভয়ে তাড়াতাড়ি পুলিশ পাঠিয়ে নিজেকে গ্রেপ্তার করতে বলেন।

তখন লোকটিকে উদ্ধারের জন্য আমরা কদমতলী থানাকে খবর দিই। কদমতলী থানা-পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে উদ্ধার করে। তখন স্থানীয় জনতা তাঁকে পেটাচ্ছিল। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়।’