শেখ রাসেলের নিষ্পাপ হাসি নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছিল

শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র শেখ ফজলে নূর তাপস

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নিষ্পাপ হাসি নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেয়র শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।

শেখ তাপস বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিতভাবে, মানবাধিকার লঙ্ঘন করে ছোট্ট শিশু রাসেলকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ তাঁর পরিবারের সকলকে। একটি নিষ্পাপ, নিরীহ ছোট্ট শিশু—তার যে নিষ্পাপ হাসি, জঘন্যভাবে, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে সেদিন সেই হাসিটা থামিয়ে (বন্ধ করে) দেওয়া হয়েছে।’

আরও পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস
ছবি: প্রথম আলো

বিদেশে অবস্থানকারী শিশু রাসেলের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারকাজ সম্পন্ন করার দাবি জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, ‘আজকে যে গোলাপ ফুলটা আমরা দেখি, সেই গোলাপ ফুলটাকে প্রস্ফুটিত হতে দেওয়া হয়নি। খুনি, হত্যাকারীরা অঙ্কুরেই ধ্বংস করে দিয়েছে। আমরা আজকে এই দিনে আবারও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এর সুষ্ঠু বিচার বাকি রয়েছে। এখনো খুনিরা বিদেশে পলায়নরত আছে। তাদেরকে ফিরিয়ে এনে তাদের বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি এবং শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করছি। তার জন্য প্রাণভরে দোয়া করছি। অবশ্যই ছোট্ট শিশুরা যেন এভাবে আর ঝরে না পড়ে। ছোট শিশুরা প্রস্ফুটিত হওয়ার সুযোগ থেকে যেন আর বঞ্চিত না হয়।’

এ সময় মেয়র শেখ তাপস ‘শেখ রাসেল দিবস-২০২২’ উদ্‌যাপন উপলক্ষে আজিমপুর কবরস্থানসংলগ্ন মেয়র হানিফ জামে মসজিদ, গোলাপ শাহ জামে মসজিদসহ করপোরেশন পরিচালিত অন্যান্য মসজিদে আজ বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান।