জাতীয় জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ জাতীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, ০৪ মেছবি: সংগৃহীত

সারা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আজ শনিবার বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ জাতীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রাণের মেলা কাজাখস্তানে’ স্লোগানে উৎসবটি অনুষ্ঠিত হয়।

১১টি আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়। সেখানে তাদের অভিভাবকেরা ছিলেন। বিজ্ঞানের প্রতি উৎসাহ বাড়ানো ও জীববিজ্ঞানের প্রতি ভয় দূর করাই ছিল উৎসবের অন্যতম উদ্দেশ্য।

আজ সকাল সোয়া আটটায় কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনে পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। লিখিত ও নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় টিএসসি মিলনায়তনে। সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে উন্মুক্ত প্রশ্ন গ্রহণ করা হয়। অতিথিরা যুক্তি ও ব্যাখ্যার মাধ্যমে এসব প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক অলোক কুমার পাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও ল্যাব বাংলার চেয়ারম্যান রাখাল রাহা। সভাপতিত্ব করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

এরপর বাংলার পাঁচ বিজ্ঞানীর নামে পাঁচ শিক্ষার্থীকে বিশেষ সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি তিন ক্যাটাগরিতে তিন চ্যাম্পিয়নকে পুরস্কৃত করা হয়। তাদেরসহ আজকের উৎসবে মোট ১০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

৯ থেকে ১২ মে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে ১০ম জাতীয় আবাসিক বায়োক্যাম্প হবে। ক্যাম্পের জন্য ২০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

উৎসবের প্রশিক্ষণ সহযোগী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, কারিগরি সহযোগী ল্যাব বাংলা, হেলথ পার্টনার প্ল্যাটফর্ম, মিডিয়া পার্টনার চ্যানেল ২৪, স্পেশাল পার্টনার এনার্জিপ্যাক অ্যাগ্রো। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞান চিন্তা ও কিশোর আলো।