রাজধানীতে ১১ তরুণ শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের উদ্যোগে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নেওয়া তরুণ শিল্পী ও অতিথিরা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার দৃক গ্যালারিতে দেশের ১১ জন তরুণ শিল্পীর তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের দ্য সেন্টার অব এক্সেলেন্স ফর জেন্ডার, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস (সিজিএসআরএইচআর) এ আয়োজন করেছে।

ভারতের সিআরইএ–এর সহযোগিতা এবং নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ‘আমাদের কণ্ঠ, আমাদের ভবিষ্যৎ’ প্রকল্পের অংশ হিসেবে কাঠামোগতভাবে অবদমিত নারীদের অধিকার নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ। 

অরোধ্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আমাদের কণ্ঠ, আমাদের ভবিষ্যৎ’ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত আর্ট ফেলোশিপে অংশ নেওয়া ১১ জন নির্বাচিত ফেলোকে নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৫ থেকে ১৯ বছর বয়সী এই ১১ তরুণ শিল্পী কাঠামোগতভাবে অবদমিত নারীদের অধিকার নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ক্যানভাসে আঁকা ছবি, ডিজিটাল ইলাস্ট্রেশন, কমিক স্ট্রিপ, কবিতা, ছোটগল্পসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শিল্পকর্ম তৈরি করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সমন্বয়কারী ফারহানা আলম প্রকল্পটির পটভূমি নিয়ে সংক্ষিপ্ত ধারণা দেন। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন সাবিনা ফায়েজ রশীদ। প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন থিজস ওয়াউডস্ট্রা।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে দুটি আলোচনা অনুষ্ঠান হয়। এতে অংশগ্রহণকারীরা কাঠামোগতভাবে অবদমিত নারীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা, এ বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অরোধ্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অন্তরা ফারনাজ খান এ আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন।