পুরান ঢাকায় নানা আয়োজনে বড়দিন উদ্‌যাপন

বড়দিনে পুরান ঢাকার চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঢাকা, ২৫ ডিসেম্বরছবি: আশিকুজ্জামান

দেশবাসীসহ সবার শান্তি প্রত্যাশা করে পুরান ঢাকায় নানা আয়োজনে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদ্‌যাপন হচ্ছে। আজ সোমবার সকালে পুরান ঢাকার বিভিন্ন চার্চে প্রার্থনার মাধ্যমে দিনটি শুরু হয়।

সকালে হলি ক্রস চার্চের উপাসনালয় কক্ষে প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণে কেক কাটা হয়। পরে নাচ–গানের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এ সময় বড়দিন ও আগামী নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় সবাইকে।

হলি ক্রস চার্চের বিশপ থিওটোনীয়াছ গোমেজ বলেন, ‘অন্তরে শুভকামনা রেখে সবার জন্য শান্তি প্রার্থনা করেছি। দেশের জন্য শ্রেষ্ঠ শান্তি কামনা এই দিনে। দেশের যেন সবকিছুই সব সময় সুন্দরভাবে চলে। সে আশীর্বাদেই আমরা সবাই বসবাস করতে চাই।’

উৎসবে অংশ নেওয়া নটরডেম কলেজের শিক্ষক ফিলিপ চার্লস সরকার প্রথম আলোকে বলেন, ‘সকালে প্রার্থনা, এরপর পরিবার ও আত্মীয়স্বজনদের বাসায় নিমন্ত্রণ জানানো। পরিবার নিয়ে ঘুরতে যাওয়া ও আশপাশের দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয় এই উৎসবে। পাশাপাশি আমাদের পূর্বপুরুষদেরও স্মরণ করা হয় দিনটিতে।’