গবেষণা সহযোগিতায় এনএসইউ–সিপিডির সমঝোতা স্মারক সই

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একাডেমিক ও গবেষণা প্রকল্পে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একাডেমিক ও গবেষণা প্রকল্পে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেছেন।

এ সময় সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন হাসান মাহমুদ রেজা; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন হেলাল আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন জাভেদ বারী এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন আব্দুর রব খান উপস্থিত ছিলেন।

উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ‘এই চুক্তি এনএসইউর একাডেমিয়া ও গবেষণায় শ্রেষ্ঠত্ব অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই সহযোগিতা সিপিডির গবেষণা এবং টেকসই উন্নয়নের পক্ষে কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এনএসইউর সঙ্গে একযোগে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবো।’

ফাহমিদা খাতুন বলেন, ‘এনএসইউর সঙ্গে সিপিডির চুক্তি নতুন নতুন গবেষণা ও জ্ঞান বিনিময়ে সিপিডির অঙ্গীকারের প্রমাণ। আমরা তরুণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

এনএসইউর এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ড. ক্যাথরিন লির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সায়ান সাদিক।