রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জহুর আলী (৫২) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন প্রথম আলোকে জানান, জহুর আলীর শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
৫ মার্চ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তিনতলা ভবন শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জমে থাকা গ্যাস থেকে ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, জহুর আলী শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। ঢাকায় মিরপুরের পাইকপাড়ায় পরিবার নিয়ে থাকতেন তিনি।