ঢাকার আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জাতীয় আইনগত সহায়তা দিবসে ঢাকার জেলা জজ মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। ঢাকা, ২৮ এপ্রিলছবি: সংগৃহীত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস।

ঢাকার জেলা জজ মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে রোববার সকাল সাড়ে আটটায় ঢাকার জজকোর্ট প্রাঙ্গণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলামসহ আদালতে কর্মরত বিচারক ও আইনজীবীরা।

ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, ‘অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয়। এ জন্যই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার সরকারিভাবে বিনা মূল্যে লিগ্যাল এইডের মতো পরিষেবা চালু করেছে, যা আজ সফলতার চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে।’