ডেঙ্গু মোকাবিলায় কামান-বন্দুক নয়, প্রয়োজন সচেতনতা: মেয়ক আতিক

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কর্মসূচিতে মেয়র আতিকুল ইসলাম
ছবি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সৌজন্যে

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা মারার জন্য কামান বা বন্দুকের দরকার নেই। ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা। তিনি বলেন, এডিস মশা নিধনে শুধু একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে পানি জমতে দেওয়া যাবে না। বাসাবাড়ির আঙিনা, বারান্দা, ছাদ ও অব্যবহৃত পাত্রের জমা পানি ফেলে দিলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কর্মসূচিতে মেয়র এসব কথা বলেন। ‘ফাইট উইথ বাইট’ শিরোনামে ঢাকা উত্তর সিটি ডেঙ্গু সচেতনতার এই কর্মসূচি শুরু করেছে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে #fightwithbite এই হ্যাশট্যাগে প্রচার শুরু হয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম একটি সহজ ও বড় প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অনুরোধ করছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। তিনি বলেন, এডিস মশা ঘরে ও বাইরে দুই জায়গাতেই জন্মায়। তবে এটি ঘরে জমা পানিতে বেশি জন্মায়। তাই এডিস মশাকে অনেক সময় বলা হয় গৃহপালিত মশা। তাই এডিস মশা নিয়ন্ত্রণে ঘরবাড়ি পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক হোসেন বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম। বৃষ্টির পানি জমে থেকে এডিস মশা জন্মায়। এটি বিপদের কারণ। তাই জমা পানি ফেলে দিতে হবে। তাহলেই আমরা ডেঙ্গু থেকে রেহাই পাব।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমানসহ ডিএনসিসির কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।