ঢামেক হাসপাতালের ৭ তলা থেকে রোগীর লাফ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক রোগী। রিয়াজুল ইসলাম (২৪) নামের ওই রোগী মানসিক সমস্যায় ভুগছেন বলে তাঁর পরিবার জানিয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে রিয়াজুল হাসপাতালের নতুন ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

রিয়াজুলের পরিবার জানায়, তিনি চাঁদপুরের একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কয়েক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত সোমবার তাঁকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

গতকাল সন্ধ্যায় হঠাৎ দৌড়ে সাততলার পেছনের দিকের জানালা দিয়ে লাফ দেন রিয়াজুল। এ সময় তিনি ভবনের তৃতীয় তলায় আটকে যান। সেখান থেকে তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নতুন ভবন থেকে লাফিয়ে গুরুতর আহত হন রিয়াজুল। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।