রাজধানীতে ১ সপ্তাহে ২০ হাজার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে গত এক সপ্তাহে ১৯ হাজার ৯৬২টি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, অভিযানকালে ৯ হাজার ৩০১টি অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন করা হয়। ৪ হাজার ১৫৯টি রিকশার সিট জব্দ করা হয়।
ডিএমপি আরও জানিয়েছে, অভিযানকালে ৬৬০টি ব্যাটারিচালিত রিকশা ডাম্পিং করা হয় ও ৩টি রিকশার ব্যাটারি জব্দ করা হয় এবং ৫ হাজার ৮৩৯টি রিকশার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।