মগবাজারের আবাসিক হোটেলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে নাসিম হোসেন (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার ভোররাতে মগবাজারের হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের (আবাসিক)একটি কক্ষ থেকে নাসিমের লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুসারে, নাসিমের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে।
বাবার নাম মো. ওলিয়ার রহমান। নাসিম গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, গতকাল শনিবার রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোটেলে গিয়ে কক্ষের দরজা ভেঙে নাসিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর নিথর দেহ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
এসআই নজরুল ইসলাম আরও বলেন, তাঁরা জানতে পেরেছেন গত শুক্রবার নাসিম গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। সেদিন রাতে হোটেলটির চতুর্থ তলার ১২৪ নম্বর কক্ষে ওঠেন তিনি। গতকাল বিকেল থেকে হোটেল কর্তৃপক্ষ তাঁর কোনো সাড়াশব্দ পাচ্ছিল না। রাত ৯টার দিকে হোটেল কর্তৃপক্ষ আবার তাঁর কক্ষে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়।
পরিবারকে কিছু না বলে নাসিম ঢাকায় এসেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।