ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি
রাজধানীর ধানমন্ডি এলাকায় ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। আজ রোববার বিকেলে তাঁরা মুখোমুখি অবস্থান নেন।
পুলিশ বলছে, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। কি নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগেও এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঢাকা মহানগর কলেজ (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।