চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও উত্তর সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৭

হাতকড়াপ্রতীকী ছবি

বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গতকাল শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল খান (৪০), মো. রাসেল (৩০), মো. মাহমুদুল হাসান (৩৯), মো. আবদুর রহমান (৩৮), মো. আরিফুল ইসলাম (৩৫), মো. আজহারুল ইসলাম (২৯) ও মো. মাসুম হাওলাদার (২৫)।

ডিবি বলেছে, এই চক্রের সদস্যরা বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষায় টিকিয়ে দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের কাছ থেকে তিন থেকে পাঁচ লাখ টাকা নিতেন। পরে চাকরিপ্রার্থীদের কাছে বিশেষভাবে তৈরি ইলেকট্রনিক স্পাই ডিভাইস সরবরাহ করতেন। ওই ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করা হতো। ডিভাইস সংগ্রহ ও পরীক্ষার্থীদের কাছে সরবরাহের কাজটি করতেন জুয়েল খান।

বিজ্ঞপ্তিতে ডিবি জানিয়েছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান ও আবদুর রহমান চাকরিপ্রার্থী সংগ্রহ করতেন। আরিফুল ইসলাম পরীক্ষাকেন্দ্রের ভেতর থেকে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে পাঠাতেন। গ্রেপ্তার হওয়া চক্রের বাকি সদস্যরা প্রশ্নপত্রের দ্রুত সমাধান করতেন।