রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলাকায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তাঁর নাম মো. সোহেল (৩৮)। তিনি পেশায় ব্যবসায়ী। এ ঘটনায় তাঁর বন্ধু মো. সালাউদ্দিনও আহত হন।

দুর্ঘটনার এলাকাটি শাহবাগ থানার মধ্যে পড়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহামেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বকশীবাজার থেকে পলাশী যাওয়ার সড়কে দুর্ঘটনাটি ঘটে। বালুবাহী ট্রাকটি বকশীবাজার থেকে পলাশী যাওয়ার সময় উল্টোপথে চলছিল। পলাশী থেকে বকশীবাজারের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। এ সময় মুখোমুখি সংঘর্ষ হয়। একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই বলেন, ঘটনার পর ট্রাক ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। স্বজনেরা জানিয়েছেন, নিহত সোহেল ও আহত সালাউদ্দিন দুজন বন্ধু। তাঁদের দুজনের বাসা নারায়ণগঞ্জে। তাঁরা সাভার থেকে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন নিহত সোহেল।