যাত্রাবাড়ীতে বাসে আগুন, আহত ১
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তালহা বিন জসিম আরও বলেন, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে তাঁদের কাছে খবর আসে, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ৮টা ৫০ মিনিটে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।