সকাল থেকে দুটি ছাড়া বাকি ট্রেন সময়মতো কমলাপুর ছেড়েছে

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনে ঘরমুখী যাত্রীরা। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৬ জুন
ছবি: আশরাফুল আলম

ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সোমবার। এদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুটি ছাড়া বাকি ট্রেনগুলো সময়মতো ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এই তথ্য জানা গেছে।

কমলাপুর স্টেশন সূত্র জানায়, সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট ২৩টি ট্রেন স্টেশন ছেড়ে যায়। এর মধ্যে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও রংপুরগামী রংপুর এক্সপ্রেস দেরিতে স্টেশন ছাড়ে। বাকি ২১টি ট্রেন সময়মতো স্টেশন ছেড়ে যায়।

সুন্দরবন এক্সপ্রেসের স্টেশন ছাড়ার সময় নির্ধারিত ছিল সকাল ৮টা ১৫ মিনিট। তবে ট্রেনটি সকাল ৯টায় স্টেশন ছাড়ে বলে জানা যায়।

অন্যদিকে, রংপুর এক্সপ্রেসের স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৯টা ১০ মিনিট। ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে স্টেশন ছাড়ে বলে জানা যায়।

স্টেশন কর্তৃপক্ষ বলছে, ট্রেন ছাড়তে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরি হলে তাকে তারা ‘শিডিউল’ বিপর্যয় বলে। সে হিসেবে ‘শিডিউল’ বিপর্যয় হয়নি। ভোগান্তি ছাড়াই ট্রেনে বাড়ি ফিরছেন যাত্রীরা।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী আরাফাত সানি প্রথম আলোকে বলেন, ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। তারপরও তেমন কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছেন বলে তাঁর ভালো লাগছে।

যাত্রীদের বাড়িফেরা স্বস্তিদায়ক করতে মোহনগঞ্জ, দেওয়ানগঞ্জ, রংপুর ও নেত্রকোনা গন্তব্যের জন্য ‘ঈদ স্পেশাল’ ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার প্রথম আলোকে বলেন, আজ এই স্টেশন থেকে ১০৬টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। এর মধ্যে ৪১টি আন্তনগর ট্রেন। যার মধ্যে তিনটি ‘ঈদ স্পেশাল’। ভোগান্তিহীনভাবে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন।

মোহাম্মদ মাসুদ সারওয়ার আরও বলেন, এবারের ঈদে দেড় লাখ মানুষ ট্রেনে ঢাকা ছাড়বে।

কমলাপুর স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনে তিন স্তরের তল্লাশি ব্যবস্থা দেখা গেছে।