যাত্রী নিয়ে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল শুরু

আগারগাঁওয়ে টিকিট কিনছেন যাত্রীরা
ছবি: তানভীর আহাম্মেদ

এবার সাধারণ যাত্রী নিয়ে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে

টিকিট কিনতে আগারগাঁওয়ে যাত্রীদের ভিড়
ছবি: তানভীর আহাম্মেদ

আজ রোববার সকাল সাড়ে সাতটা থেকে উত্তরা-মতিঝিল পথে মেট্রোরেল চলাচল শুরু হয়। এই যাত্রাপথে এখন ১২টি স্টেশনে মেট্রোরেল থামছে।

আগারগাঁও স্টেশনে যাত্রীরা
ছবি: তানভীর আহাম্মেদ

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন। তিনি গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন।

মতিঝিল স্টেশনে যাত্রীরা
ছবি: তানভীর আহাম্মেদ

উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলবে।

আগারগাঁও–মতিঝিল অংশে সকাল সাড়ে সাতটা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়
ছবি: তানভীর আহাম্মেদ

উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সব কটিতেই এখন যাত্রী ওঠানামা করছে। তবে আগারগাঁও-মতিঝিল অংশে এখন তিনটি স্টেশনে মেট্রোরেল থামবে।

আগারগাঁও–মতিঝিল অংশে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলবে
ছবি: তানভীর আহাম্মেদ

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অংশে শুরুতে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল—এই তিন স্টেশনে মেট্রোরেল থামবে। বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি—এই চার স্টেশন আগামী তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে টিএসসি স্টেশন আগে চালুর সম্ভাবনা রয়েছে। এরপর কারওয়ান বাজার স্টেশন চালু হতে পারে।

আগারগাঁও-মতিঝিলগামী মেট্রোরেলে যাত্রীরা
ছবি: তানভীর আহাম্মেদ

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্র বলছে, উত্তরা থেকে মতিঝিলের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখন গড়ে ১৭ মিনিট সময় লাগছে। সবগুলো স্টেশন চালু হলে ওঠানামাসহ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে ৩৮ মিনিট সময় লাগবে।
উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা।

আগারগাঁও-মতিঝিল অংশে শুরুতে তিন স্টেশনে মেট্রোরেল থামছে
ছবি: তানভীর আহাম্মেদ

মেট্রোরেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। উত্তরা থেকে বাংলাদেশ সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। উত্তরা থেকে ফার্মগেটের ভাড়া ৭০ টাকা। অন্যদিকে আগে চালু হওয়া উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা। মাঝের সাতটি স্টেশনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা আছে।

মেট্রোরেল থেকে নামছেন যাত্রীরা। মতিঝিল স্টেশনে যাত্রীরা
ছবি: তানভীর আহাম্মেদ
আগারগাঁও-মতিঝিল অংশে শুরুতে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনে মেট্রোরেল থামছে
ছবি: তানভীর আহাম্মেদ