তেজগাঁওয়ে বাসে আগুন
রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে আজ বুধবার রাতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী বহনে ব্যবহৃত একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, আজ রাত সাড়ে ৯টার পর কে বা কারা তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে বাসটিতে অগ্নিসংযোগ করে। বাসে কোনো যাত্রী ছিল না। বিবিএস কেব্লস কোম্পানির এই বাস রাস্তায় থামিয়ে রাখা ছিল। তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে তাঁদের কাছে তথ্য এসেছে।