২৪ ঘণ্টায় বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারসহ গ্রেপ্তার ৭০

মজিবর রহমান সরোয়ার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ ৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকার বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থেকে মজিবর রহমান সরোয়ারকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা এক মামলায় মজিবর রহমান সরোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়। আজ শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আজ শুক্রবার বিকেল ৩টা) ডিএমপির সূত্রাপুর থানা থেকে একজনকে, গেন্ডারিয়া থানায় আটজনকে, নিউমার্কেট থানায় একজনকে, সবুজবাগ থানায় একজনকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একজনকে, রমনা থানায় চারজনকে, শাহবাগ থানায় দুইজনকে, পল্লবী থানায় পাঁচজনকে, ভাষানটেক থানায় দুইজনকে, পল্টন থানায় পাঁচজনকে, শাজাহানপুর থানায় সাতজনকে, মিরপুর থানায় একজনকে, শাহ আলী থানায় একজনকে, ভাটারা থানায় একজনকে, বাড্ডা থানায় পাঁচজনকে, বংশাল থানায় পাঁচজনকে, চকবাজার থানায় ১২ জনকে, উত্তরা পশ্চিম থানা তিনজনকে, দক্ষিণ খান থানা একজনকে, যাত্রাবাড়ী থানায় একজনকে ও ডেমরা থানায় বিএনপির তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।