১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঢাকা মেয়র কাপ

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম সভায় মেয়র শেখ ফজলে নূর তাপসছবি: সংগৃহীত

আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঢাকা মেয়র কাপ আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস আশা করেন, এবারও ৭৫টি ওয়ার্ড থেকে পৃথক দল নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ থাকবে।

চতুর্থবারের মতো এই প্রতিযোগিতা হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ‘এই আয়োজনও একধরনের উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারব।’

আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম সভায় এসব কথা বলেন মেয়র।
দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। এ ছাড়াও কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।  

সভায় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।