শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়ির চাপায় বিমানের কর্মী নিহত
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তেলবাহী গাড়ির চাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওই কর্মীর নাম সাদ্দাম হোসেন। তিনি বিমানের প্রকৌশল বিভাগের এয়ারক্রাফট টেকনিক্যাল সহকারী ছিলেন। বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় (উড়োজাহাজগুলো পার্ক করে রাখা হয় যেখানে) রাখা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ছিলেন তিনি।
ওসি আজিজুল হক মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় ৭ নম্বর বেতে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী গাড়ি সাদ্দামকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাড়িচালক মোহাম্মদ ইউনুসকে আটক করা হয়েছে উল্লেখ করে আজিজুল হক মিয়া আরও বলেন, তেলবাহী গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।