আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রায় অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নুরে আলম ভূইয়া, বিভিন্ন আদালতের বিচারক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির নেতাসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।
ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও ঢাকার জেলা দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, “‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”—এই প্রতিপাদ্য সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।’
ঢাকার জেলা ও দায়রা জজ আরও বলেন, অর্থের অভাবে কোনো মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। এ জন্য সরকারিভাবে বিনা মূল্যে লিগ্যাল এইডের মতো সেবা চালু রয়েছে।