কমলাপুরে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় নিহত শিশু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ঢাকার মতিঝিলের কমলাপুর মোড়ে পদচারী–সেতুর নিচে বাসের ধাক্কায় রজনী পাল (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্কুল থেকে নানির সঙ্গে বাসায় ফেরার পথে শিশুটিকে বিআরটিসির একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি মতিঝিল মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রজনী পালের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাটগাঁও গ্রামে। সে পরিবারের সঙ্গে রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

প্রত্যক্ষদর্শী ও রজনীর নানি রেখা বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা গেছে, পদচারী–সেতুর নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় রজনীকে বাসটি ধাক্কা দেয়। এ সময় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন উদ্ধার করে শিশুটিকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রজনীকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।