রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মনিরুল ইসলাম (৫৫)। আজ বৃহস্পতিবার বিকেলে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতাল সংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মোহাম্মদ তানভীর ও ওলিউল্লাহ নামের দুই পথচারী। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দুই পথচারী প্রথম আলোকে জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ট্রেনে ছিলেন মনিরুল। খিদমাহ হাসপাতাল সংলগ্ন রেলগেট এলাকায় ট্রেন থেকে নামার সময় ওই ট্রেনেই তাঁর পা কাটা পড়ে।
খবর পেয়ে মনিরুলের স্ত্রী সুফিয়া বানু ও ছেলে সাব্বির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। সাব্বির বলেন, তাঁর বাবা গাজীপুরের জয়দেবপুরের একটি পোশাক কারখানার কর্মকর্তা ছিলেন। আজ জয়দেবপুর থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। সন্ধ্যায় খবর পান বাবা দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে হাসপাতালে এসে তাঁকে মৃত অবস্থায় পান।
মনিরুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহরবাড়িয়ায়। রাজধানীর রামপুরা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সাব্বির হোসেন ছাড়াও তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সাব্বির বলেন, ‘বিকেল পাঁচটার দিকে আমি বাবাকে ফোন দিয়েছিলাম। তিনি বলেছিলেন, ট্রেনে বিমানবন্দর এলাকা পর্যন্ত এসেছেন। কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবেন। কিন্তু বাবার আর বাসায় ফেরা হলো না।’