নাশকতার মামলায় ৫ বিএনপি নেতা রিমান্ডে, কারাগারে ২৭ জন
রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হওয়া বিএনপির ৩২ জন নেতাকর্মীকে কাফরুল থানার পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। বাকি ২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া পাঁচজন হলেন রাজধানীর বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক সহসভাপতি হাবিবুর রহমান শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁন মিয়া সরদার ও মিজানুর রহমান।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর কাফরুল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। এই মামলায় কাফরুল থানা ছাত্রশিবিরের সভাপতি কবিরুল ইসলামসহ ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই মামলায় বিএনপির ৩২ জন নেতাকর্মীকে আদালতে হাজির করে কাফরুল থানা-পুলিশ। এর মধ্যে ১৭ জনকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। বাকি ১৫ জনকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৫ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শুক্রবার রাত ১০টায় রাজধানীর মহাখালীর একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করে পুলিশ। তাঁরা ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করতে সেখানে সমবেত হয়েছিলেন বলে অভিযোগ পুলিশের।