কমলাপুরের আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুরে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম সিদ্দিকুর রহমান (৫০)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার হয়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য সিদ্দিকুরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

এসআই আমিনুল বলেন, সিদ্দিকুর কমলাপুরে ফুটপাতে বিভিন্ন সরঞ্জাম বিক্রি করতেন। মাঝেমধ্যে তিনি কমলাপুরে ইনসাব নামের একটি আবাসিক হোটেলে থাকতেন। ৭ ডিসেম্বর তিনি ওই হোটেলে ওঠেন। শুক্রবার রাতে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার টাকা নিতে তাঁর কক্ষে যায়।

এ সময় ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে। সিদ্দিকের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।