ঢাকা উত্তর সিটির পরিবহনব্যবস্থা নিয়ে কাজ করবে যুক্তরাজ্য

গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনের সম্মেলনকক্ষে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক একটি সমঝোতা স্মারক সই করেন
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিবহনব্যবস্থা নিয়ে যুক্তরাজ্য সরকার কাজ করবে। প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি এলাকায় আধুনিক পরিবহনব্যবস্থা, ট্রাফিক সিগন্যালের পাশাপাশি যানজট নিরসনে কাজ করা হবে।

আজ বৃহস্পতিবার ডিএনসিসি কর্তৃপক্ষ ও যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) মধ্যে এ–সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনের সম্মেলনকক্ষে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক এ সমঝোতা স্মারক সই করেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটিতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি হওয়ায় বেশ কিছু সমস্যা রয়েছে। এটিকে আমি সব সময় চ্যালেঞ্জ হিসেবে গণ্য করি, সমস্যা হিসেবে নয়। তাই বিশ্বের বিভিন্ন দেশের শহরকে এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছি।’

মেয়র আরও বলেন, ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) তাদের শহরে আধুনিক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করেছে, যেটি বিশ্বে অত্যন্ত বিখ্যাত। ঢাকা উত্তর সিটিতেও টিএফএলের জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে ঢাকা শহরে আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে তোলা হবে।

লন্ডন শহরে বিদ্যমান বাস ফ্র্যাঞ্চাইজি মডেল ও ট্রাফিক সিগন্যাল সিস্টেমের অভিজ্ঞতার আলোকে কার্যক্রম গ্রহণ করা হবে উল্লেখ করে মেয়র আরও বলেন, ‘আশা করছি, যুক্তরাজ্য সরকারের সংস্থাটির সঙ্গে এই পদক্ষেপ ঢাকা শহরের যানজট কমাতে সহায়ক ভূমিকা রাখবে।’ দ্বিতীয় ধাপে এফসিডিও ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অন্যান্য বিষয় নিয়ে কাজ করবে বলেও জানান মেয়র।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক বলেন, ‘ভৌগোলিকভাবে ঢাকা অনেক সম্ভাবনাময় শহর। বিপুল জনসংখ্যার এই শহরে যদিও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যানজটের কারণে পথে অনেক সময় ব্যয় হয়। আমি অত্যন্ত আনন্দিত ঢাকা শহরের যানজট নিরসনে লন্ডনের পরিবহনব্যবস্থার জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। এই সমঝোতার ফলে ঢাকাকে একটি স্মার্ট ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে লন্ডন ও ঢাকা যৌথভাবে কাজ করবে।’

ঢাকা উত্তর সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলমের সঞ্চালনায় সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফুল ইসলামসহ ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।