ভাসানটেকে বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ

আগুনপ্রতীকী ছবি

রাজধানীর ভাসানটেকের একটি বাসায় মশার কয়েল জ্বালাতে গিয়ে আগুন লেগে নারী, শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারের লাইনে ছিদ্র থেকে ঘরের মধ্যে গ্যাস জমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন আসবাবপত্র ব্যবসায়ী মো. লিটন (৫২), তাঁর শাশুড়ি মেহেরুননেছা (৫৫), স্ত্রী সূর্য বানু (৪০), দুই মেয়ে লিজা (১৮), লামিয়া (৭) ও ছেলে সুজন (৮)।
লিটন ভাসানটেকের ১৩ নম্বর কালভার্ট রোডের একটি বাড়ির নিচতলার সপরিবার ভাড়া থাকেন।

প্রতিবেশী ময়না বেগম প্রথম আলোকে বলেন, ভোর ৪টার দিকে মশার কয়েল জ্বালাতে গেলে ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের সংস্পর্শে আগুন ধরে যায়। ভোর ৫টার দিকে তাঁদের উদ্ধার করে পুরান ঢাকার চানখাঁরপুল–সংলগ্ন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

ময়না বেগম আরও বলেন, গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে ছিল। কিন্তু পাইপের মাধ্যমে ঘরের মধ্যে চুলার সংযোগ ছিল। ওই চুলার সংযোগে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে থাকে। মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে ধায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, দগ্ধ ব্যক্তিদের সবার অবস্থা সংকটজনক। তাঁদের মধ্যে মেহরুন্নেসার ৪৭ শতাংশ, সূর্য বানুর ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ ও সুজনের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁদের জরুরি বিভাগে রাখা হয়েছে।