মোহাম্মদপুরে চোর সন্দেহে স্কুলছাত্র হত্যায় গ্রেপ্তার ৫

হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে চোর সন্দেহে স্কুলছাত্র আকাশ হোসেন (১৪) হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন মো. মীর মোয়াজ্জেম হোসেন, ফিরোজ, মোস্তাফিজুর রহমান,  জহিরুল ইসলাম ও আবদুল বারেক। এই পাঁচজনের মধ্যে মোয়াজ্জেম, ফিরোজ ও মোস্তাফিজুরকে গ্রেপ্তার করে র‍্যাব। বাকি দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাব-২ অভিযান চালিয়ে মোয়াজ্জেম, ফিরোজ ও মোস্তাফিজুরকে গ্রেপ্তার করেছে। মোয়াজ্জেমের নির্দেশে আকাশকে রড চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে লাঠি, রড ও স্টাম্প দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। তাঁকে সারা রাত ধরে পৈশাচিক ও নির্মমভাবে লাঠি, রড ও স্টাম্প দিয়ে ব্যাপক মারধর করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে আকাশের ফুফুর কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে বাসায় ছেলেটি মারা যায়।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে বলেন, সিরাজগঞ্জ থেকে জহিরুল ও বারেককে গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত লাঠি, রড ও ক্রিকেট খেলার স্টাম্প উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে আজিজ মহল্লায় নির্মাণাধীন একটি স্কুলের ভবনে আকাশকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

আকাশ তার ফুফুর সঙ্গে আজিজ মহল্লায় একটি বাসায় ভাড়া থাকত। আকাশের মা আগেই মারা গেছেন। বাবা থাকেন ময়মনসিংহে।

পুলিশ সূত্র জানায়, আকাশের ফুফু একজন পোশাকশ্রমিক। বুধবার রাতে আকাশ বাসায় ফিরে এসে গোসল করে। কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরে আসবে, ফুফুকে এমন কথা বলে রাত ১১টার দিকে সে বাইরে যায়। কিন্তু রাতে আর ফিরে আসেনি।

আরও পড়ুন