নাচ-গান-কবিতায় নারীদের সম্মান জানালেন লোকপ্রশাসনের শিক্ষার্থীরা

কেক কেটে নারী দিবস উদ্‌যাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাছবি: প্রথম আলো

নারী দিবস উপলক্ষে নাচ, গান, কবিতা ও অভিনয়ের মাধ্যমে নারীদের প্রতি সম্মান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল শিক্ষার্থী। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ নারী দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করে।
নারীরা প্রতিদিন ঘরে-বাইরে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। পড়ছেন নানা বিড়ম্বনায়। আবার তা উতরিয়ে সামনে এগিয়ে চলছেন, এসব নানা বিষয় উঠে আসে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায়। এ সময় কেক কেটে উদ্‌যাপন করা হয় নারী দিবস।

অনুষ্ঠানে জবি লোকপ্রশাসন বিভাগের চেয়ারপারসন আছমা বিনতে ইকবাল বলেন, নারীরা শুরু থেকে আজ পর্যন্ত পুরুষের হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, কাঁধে কাঁধ রেখে সভ্যতার মালা গেঁথেছেন। অথচ সেই নারী ইতিহাসে উপেক্ষিত। এ পরিস্থিতিতে যাঁরা শত প্রতিকূলতা পেরিয়ে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় নিরলস কাজ করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা।

আছমা বিনতে ইকবাল আরও বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে নারীর শ্রম ও মেধা কাজে লাগাতে হবে। কিন্তু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শ্রদ্ধাবোধ বাড়াতে না পারলে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারব না। তাই নারীবান্ধব শিক্ষাব্যবস্থা, নারীবান্ধব পরিবার, নারীবান্ধব কর্মস্থল, সর্বোপরি নারীবান্ধব দেশ গড়ে তুলতে হবে।’