সম্প্রীতির বাংলাদেশের প্রত্যাশা সাংস্কৃতিক কর্মীদের

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার-সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এই আয়োজনে ছিল দেশাত্মবোধক গান, আবৃতি ও নাটক
ছবি: আশিকুজ্জামান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রীতির বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেছেন সাংস্কৃতিক কর্মীরা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার–সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এই আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজহারুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় শুরুতে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিমচন্দ্র ভৌমিক।

সভায় বক্তারা বলেন, নিরীহ লাখো বাঙালির ওপর যে গণহত্যা চালানো হয়েছিল, তার আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। মহান মুক্তিযোদ্ধা আমাদের শিক্ষা দিয়েছে সম্প্রীতির। সম্প্রীতির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

 পরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী, সংবৃত আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, মুক্তধারা আবৃতি চর্চা কেন্দ্র, পঞ্চভাস্করসহ বিভিন্ন সংগঠন।