মানুষের জীবনযাত্রা ও প্রকৃতিকে রংতুলির মাধ্যমে তুলে ধরার সাধনায় দীর্ঘদিন ধরে মগ্ন শিল্পী সোহাগ পারভেজ। নিয়মিত দেশের বিভিন্ন এলাকা ভ্রমণ করেন। সঙ্গে থাকে স্কেচ খাতা। সেখানেই আঁকিবুঁকি কেটে তুলে আনেন দৃশ্যপট। তারপর সেখান থেকে অঙ্কন আর রঙের ছোপ দিয়ে পূর্ণতা দেন শিল্পকর্মকে। তাঁর সাম্প্রতিক শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী চলছে রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায়।
‘প্যানোরামিক বেঙ্গল’ নামের এই একক প্রদর্শনীতে এবার এসেছে বান্দরবান, লামা, রাঙামাটি এলাকার পাহাড়ি প্রকৃতি। এসব এলাকার মানুষের জীবনযাত্রা, ঘরবাড়ি। এর পাশাপাশি আছে সমতলের বাসিন্দা সাঁওতালদের জীবনযাত্রার বিভিন্ন অনুষঙ্গ। নদী, নৌকা, মাঝিমাল্লার ব্যস্ততা, গরুর পাল মাঠে চরাতে নিয়ে যাওয়া, বিল–ঝিলের গা ডুবিয়ে থাকা মহিষ—এসব তরুণ প্রজন্মের নিষ্ঠাবান শিল্পী সোহাগ পারভেজের প্রিয় বিষয়। তিনি এবারও এসবই তাঁর কাজে তুলে এনেছেন।
এবারের প্রদর্শনীতে পুরান ঢাকা তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে উঠে এসেছে শিল্পী সোহাগ পারভেজের শিল্পকর্মে। চারকোলে তিনি এঁকেছেন পুরান ঢাকার শাঁখারি বাজারের প্রাচীন ইমারত, সরু গলি, বুড়িগঙ্গায় ভেসে থাকা স্টিমার, পুরোনো সাঁকো, ঝড়ের রাত ও মানুষের জীবনযাত্রার বিবিধ ঘটনা।
জলরং ও অঙ্কনের প্রাধান্য থাকলেও এবারের বেশ কিছু কাজ আছে অ্যাক্রিলিক, তেলরঙে করা। সব মিলিয়ে প্রদর্শনীর শিল্পকর্ম ৬৫টি। এটি শিল্পী সোহাগ পারভেজের নবম একক শিল্পকর্ম প্রদর্শনী।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক ১৩ অক্টোবর প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অভিনয়শিল্পী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার। আর স্বাগত বক্তব্য দেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী।
২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
শিল্পী সোহাগ পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর করেছেন। বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ৭৫টি যৌথ প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন। এ ছাড়া তিনি অংশ নিয়েছেন ৫৫টি আর্ট ক্যাম্পে।