ডিএমপির গণমাধ্যম বিভাগের নতুন উপকমিশনার তালেবুর রহমান
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে নতুন উপকমিশনার হিসেবে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি যোগ দেন।
এর আগে গত সোমবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তালেবুর রহমানকে পদায়ন করা হয়। একই আদেশে গণমাধ্যম বিভাগে দায়িত্ব পালন করে আসা মো. ফারুক হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
তালেবুর রহমান ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে ও ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।