নববর্ষে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ কিশোরের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটফাইল ছবি

খ্রিষ্টীয় নতুন বছর উদ্‌যাপনের সময় ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হওয়া এক কিশোর রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মো. সিয়াম নামে ১৪ বছর বয়সী ওই কিশোর গতকাল সোমবার রাতে মারা যায়।

গত রোববার রাতে কামরাঙ্গীরচরের মুজিবর ঘাট এলাকার একটি বাড়ির ছাদে ফানুস ওড়াতে গিয়ে সিয়াম দগ্ধ হয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় তাঁর দুই চাচা রাকিব হোসেন (১৭) ও রায়হান হোসেন (১৭) দগ্ধ হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিয়ামের শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। অন্য দুজন সামান্য দগ্ধ হয়।

সিয়ামের বাবা স্বপন ব্যাপারী প্রথম আলোকে বলেন, সিয়াম কামরাঙ্গীরচর এলাকার একটি ওয়ার্কশপে কাজ করত। রোববার রাতে নতুন বছর উদ্‌যাপনের সময় সিয়াম তার যমজ দুই চাচাকে নিয়ে একটি পাশের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে তিনজনই দগ্ধ হয়েছে। তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।

আরও পড়ুন