বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
ঢাকার বনানী এলাকার কাকলী মোড়সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে রেডিমিক্স কংক্রিটের গাড়িচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)। আশফাকুর দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কুমারপাড়ায়। আর আসিফ মাহমুদ চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চখলপুর গ্রামে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার প্রথম আলোকে বলেন, তাঁরা দুজন মোটরসাইকেলে ছিলেন। পুলিশ গাড়িটি জব্দ করেছে। চালক পালিয়ে গেছেন। চালকের সহকারীকে আটক করা হয়েছে।