ঢাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে এক বছরে ২৭ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী নির্যাতনের এ পরিসংখ্যান প্রকাশ করে স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চার (স্যাট)
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত বছর ২০টি ঘটনায় ২৭ শিক্ষার্থী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চার (স্যাট) নামের একটি সংগঠন এমন দাবি করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এসব নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সংঘটিত কিছু ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায় তথ্যপ্রমাণের ভিত্তিতে ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তবে স্যাটের এ প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে স্যাট। মানবাধিকার সংগঠন হিসেবে স্যাটের পরিচয় দেওয়া হয়েছে। অবশ্য সংবাদ সম্মেলনে থাকা স্যাটের প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহউদ্দিন ও ডকুমেন্টেশন টিমের প্রধান আহনাফ সাঈদ খান ছাত্র অধিকার পরিষদের নেতা বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পত্র-পত্রিকা ও ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০টি ঘটনায় ২৭ শিক্ষার্থী ছাত্রলীগের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এর মধ্যে শুধু চারটি ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। একই বছর ২৬ শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রী নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

লিখিত বক্তব্যে সালেহউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনের কোনো কর্তৃত্ব নেই। গেস্টরুম নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেসি এবং নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে স্যাটের সদস্যরা অনলাইনে বুলিংয়ের শিকার হওয়ার পাশাপাশি নির্যাতনেরও শিকার হয়েছেন।

স্যাটের পরিচালক বলেন, গত বছরের ১৯ আগস্ট নির্যাতিত এক শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনার সময় তিনি নিজে ও ডকুমেন্টেশন টিমের প্রধান আহনাফ ছাত্রলীগের কিছু সদস্যের হাতে নির্যাতনের শিকার হন। চলতি বছরের জানুয়ারিতে স্যাটের সদস্য তারেক রেজাকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে আটকে রেখে নির্যাতন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যেসব ঘটনায় তথ্যপ্রমাণ পাওয়া গেছে, সেসব ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি। অপরাধকে অপরাধের দৃষ্টিতেই দেখতে হবে। রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ত হওয়ার কারণে কোনো অপরাধী পার পেয়ে যাবেন, এটি ভাবার কোনো সুযোগ নেই। ছাত্রলীগ সব সময়ই সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার।’

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এই নির্যাতনের হার সবচেয়ে বেশি আবাসিক হলগুলোর অতিথিকক্ষে, যা নির্যাতিত শিক্ষার্থীদের শিক্ষার অধিকারকেও হরণ করছে। স্যাট মনে করে, কারও ব্যক্তিগত ডিজিটাল ডিভাইস চেক করাও একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন।

তদন্ত সাপেক্ষে শিগগিরই শিক্ষার্থী নির্যাতনে জড়িত ব্যক্তিদের প্রশাসনিক শাস্তি নিশ্চিত করা এবং গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে একটি প্রশাসনিক বিধি প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে স্যাট। সংগঠনটি বলছে, আবাসিক হলগুলোতে নির্যাতন বন্ধে র‍্যাগিং ও গেস্টরুম নির্যাতনবিরোধী আইন প্রণয়ন সময়ের দাবি।

শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, নির্যাতন বা অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ পেলে কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়। বিভিন্ন সময়ে অনেককেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। কটা ঘটনায় সিদ্ধান্ত হয়েছে, কটা চলমান আছে আর কটা ঘটনায় নিজেরা আপস করেছে, তা দেখে বলতে হবে।

আরও পড়ুন

স্যাটের প্রতিবেদনের বিষয়ে প্রক্টর বলেন, ‘এ ধরনের কোনো সংগঠন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাদের কী উদ্দেশ্য, তাদের কে দায়িত্ব দিয়েছে, কেন করছে আর এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অপপ্রচার করছে কি না, প্রতিবেদনটি পাওয়ার পর তা বোঝা যাবে।’

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা স্যাটকে জানানোর আহ্বান জানানো হয়। নির্যাতিত শিক্ষার্থীদের নাম-পরিচয় গোপন রাখা সাপেক্ষে নির্যাতনকে ডকুমেন্টেড রাখা ও বিচারের দাবিতে সোচ্চার হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন স্যাটের পরিচালক। গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা সংগঠনটি শিগগিরই অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী নির্যাতনের পরিসংখ্যানও প্রকাশ করবে বলে অনুষ্ঠানে জানায়।

আরও পড়ুন