২১ ফেব্রুয়ারি ঘিরে ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদ্যাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে প্রবেশের অন্তত ১৩টি ক্রসিং বন্ধ থাকবে। ফলে এসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ২০ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৫টা থেকে ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ক্রসিং বন্ধ থাকবে। এসব সড়ক এড়িয়ে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ক্রসিংগুলো হচ্ছে, শাহবাগ ক্রসিং, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ গেইট, রমনা, জগন্নাথ হল, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য, নীলক্ষেত, পলাশী, বকশি বাজার ও চাঁনখারপুল ক্রসিং। এ ছাড়া বকশি বাজার থেকে জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল থেকে রমনা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি থেকে শিববাড়ী ক্রসিং সড়ক এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং হেঁটে চলাচল করা যাবে।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি পার্কিংয়ের জন্য জিমনেশিয়াম মাঠ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং সবাই গাড়ি রাখতে পারবেন।