রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মজিবুল হক চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আজাদুল হক বলেন, তাঁর ভাই মজিবুল মোটর পার্টসের ব্যবসা করতেন। বিকেলে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানা-পুলিশকে অবগত করা হয়েছে।

পুলিশ জানায়, মজিবুলের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তাঁর বাবার নাম নুরুল হক চৌধুরী। তিনি খিলক্ষেত লেকসিটি এলাকায় থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন।